সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড়

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড়

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে এনা পরিবহণের প্রায় ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড় নিয়েছে। যে সিএনজি চালককে বিশ্বাস করে এতোদিন টাকা নিয়ে যাতায়াত করতেন, তিনিই এই ঘটনার সাথে জড়িত- এমনটাই সন্দেহ করছে পুলিশ। ফলে গ্রেফতার করা হয়েছে তাকে।

 

 

গ্রেফতারকৃত ওই সিএনজি চালকের নাম শাহ আলম। তার বাড়ি সুনামগঞ্জে। তিনি বর্তমানে কদমতলী এলাকায় বসবাস করে আসছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

 

 

এসময় একই এলাকার আকিকুর রহমান ফরহাদ নামে অভিযুক্ত আরেকজনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি পুলিশ।

 

 

 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমরা ধারণা করছি ওই সিএনজি চালক শাহ আলম ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তাকে এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

 

 

উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এনা পরিবহনের ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়।

 

 

 

পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পূর্ব পরিচিত শাহ আলমের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।

 

 

ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে কেউ আহত হননি।

 

 

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।”

 

 

 

তিনি জানান, ঘটনার পর এনা পরিবহনের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অব্যাহত আছে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930