সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে ১৪টি গরুসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ এলাকার সিংড়াওইল গ্রামের উস্তার আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (২৫)।
জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংড়াওইল গ্রামের দু’টি বাড়ি থেকে চুরি হওয়া ১৪টি গরুসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। গরু আটকের খবর পেয়ে কয়েকজন সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে বিশ্বনাথ থানায় আসেন এবং তারা জানান এগুলো তাদের চুরি হওয়া গরু। যেহেতু ছাতক থানা এলাকায় তাদের বাড়ি, তাই তারা ছাতক থানায় চুরির মামলা করতে চান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, এসআই দেবাশীষের নেতৃত্বে অভিযান চালিয়ে গরুসহ দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। যেহেতু ছাতক থানায় মামলা হবে, তাই ছাতক থানাকে জানানো হয়েছে। গরুসহ ছাতক থানার পুলিশ তাদেরকে নিয়ে যাবে।