ওসমানীনগরে খাদিমপুরের অসহায়দের পাশে পূর্ব পাড়ার প্রবাসীরা

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

ওসমানীনগরে খাদিমপুরের অসহায়দের পাশে পূর্ব পাড়ার প্রবাসীরা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
মহামারি আকার ধারন করা নভেল করোনা ভাইরাসে প্রবাসে গৃহবন্দি থেকে জন্মভূমির টানে অসহায় মানুষের কল্যানে সার্বিক সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন সিলেটের ওসমানীনগরের খাদিমপুর গ্রামের প্রবাসীরা। হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

 

সিলেটের ওসমানীনগর উপজেলা খাদিমপুর পূর্বপাড়া বাবন হাটি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী কামাল মিয়া, হাজি মহসিন আহমেদ ও হাজি মিলন আহমেদ ও তাদের পরিবারের উদ্যোগে দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, পিঁয়াজ, আলু, ডাল, লবন, তৈল, চিনি, ময়দা, সেমাই, দুধ ও সুরক্ষা সামগ্রী ডেটলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

 

রবিবার দুপুরে উপজেলার খাদিপুর পূর্ব পাড়া বাবনহাটিস্থ প্রবাসীদের নিজ বাড়িতে বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

প্রবাসী পরিবারের সদস্য খাদিমপুর নছিব উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সায়মন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য প্রবাসী রেজুওয়ান নূর। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল খালিক, যুবদল নেতা শিপু চৌধুরী, সমাজ সেবী নেছাওর আলী, লেবু চৌধুরী, দরবেশ চৌধুরী, রুপন আলী, আমজাদ হোসেন, তোফায়েল আহমদ, মোহন মিয়া, কিরণ মিয়া, কফিল আহমদ, হৃদয় আহমদ ছাড়াও নয়ন, রিমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী পরিবারের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান শেষে গাড়ী যুগে গৃহবন্দি লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌচ্ছে দেন প্রবাসী পরিবারের লোকজন। অনুষ্ঠানে বক্তরা বলেন, করোনা ভাইরাসের কারনে নিন্মবিত্তদের পাশাপাশি এলাকার মধ্যবিত্ত পরিবারের লোকজনও কষ্টের মধ্যে দিনানিপাত করছেন।

 

দেশের এই ক্রান্তি লগ্নে খাদিমপুর পূর্ব পাড়া বাবন হাটির প্রবাসীদের অর্থায়নে গৃহবন্দিদের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয়া হচ্ছে। প্রবাসী পরিবারের মানবিক কার্যক্রমের ফলে দুই মাস ধরে গৃহবন্দি থাকা বৃহত্তর খাদিমপুর এলাকার নিন্ম ও মধ্যেবিত্ত পরিবারের কষ্ঠ কিছুটা হলেও লাগব হচ্ছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারিতে এলাকার প্রবাসীরা লকডাউনে থেকে এলাকার দুঃস্থ মানুষের কল্যাণে যে অবদান রাখছেন তা অনস্বিকার্য।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031