সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ২১, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ ফঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক মেডিকেল রোডের সর্দার কলোনিতে বসবাস করেন।তার গ্রামের বাড়ী পাবনা জেলায়। তিনি একটি ঔষধ কোম্পানির ফেঞ্চুগঞ্জ এরিয়ার বিক্রয় প্রতিনিধি। গত ১৭ই মে তিনি স্বইচ্ছায় ফেঞ্চুগঞ্জ হাসপাতালে গিয়ে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে আসেন।
২০মে বুধবার রাতে সিলেট ওসমানী হাসপাতালের পিসিয়ার ল্যাবে তার করোনা পজিটিভ সনাক্ত হয়।আজ (২১মে) সকালে অফিসিয়ালি রিপোর্ট আসার পর আক্রান্ত ঐ যুবককে তার বাসা থেকে দুপুর ১২ টায় পিপিই পড়িয়ে,ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ ও পুলিশের উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জ হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়।আক্রান্ত যুবক সহ আরও ৫জন রিপেজেন্টিভ বাউন্ডারি করা একটি বাসায় বসবাস করতেন।
বর্তমানে সেই বাসাটি লক ডাউন করে দেওয়া হয়েছে। বিষয়টি লন্ডন বাংলা নিউজকে নিশ্চিত করেছেন, ফেঞ্চুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। আক্রান্ত ঐ যুবকের সাথে একিই বাসায় থাকা বাকী ৫ জন রিপেজেন্টিভের নমুনা সংগ্রহ করে সিলেটে ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান ডাঃ কামরুজ্জামান।
এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের ফার্মেসী ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আক্রান্ত ঐ যুবক (রিপেজেন্টিভ) এর সংস্পর্শে আসা বহু ফার্মেসীর মালিক ও কর্মচারির ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? জানতে চাইলে ডা:কামরুজ্জামান বলেন সকল ফার্মেসী মালিকদের জানানো হয়েছে স্টাফ সহ এসে নমুনা দিয়ে যাওয়ার জন্য। গত ১১মে আক্রান্ত নার্স কোহিনূর বেগম ও ১৯ মে আক্রান্ত রিদয় অধিকারীর শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।এ দুজনেরও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পুনরায় পরীক্ষার জন্য।