সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তদের যন্ত্রনায় প্রবাসী পরিবার সহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ নিয়ে জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের প্রবাসী পরিবারকে টার্গেট করে রাতের আধারে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হানা দিয়ে থাকে। এর মধ্যে গত ১৪ জুন রাতে বাউধরণ গ্রামের প্রয়াত রুহুল আমিনের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। কৌশলে পাকা ঘরের বিভিন্ন দরজা খোলে চুরির চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন জেগে যাওয়ায় চুরি করতে ব্যর্থ হয়ে একটি খড়ের ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় প্রয়াত রুহুল আমিনের স্ত্রী বয়োবৃদ্ধ খানম বাহার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া অতীতে আরো অনেকবার তাদের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। বর্তমানেও দুর্বৃত্তদের ভয়ে চরম নিরাপত্তাহীতায় ভূগছেন বলে অভিযোগকারীনি খানম বাহার জানান। ২৫ জুন বৃহস্পতিবার সরজমিনে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শালিসি ব্যক্তি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। তা না হলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না।