ফেঞ্চুগঞ্জে প্রতারক অপু গ্রেফতার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ফেঞ্চুগঞ্জে প্রতারক অপু গ্রেফতার

প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ

অবশেষে ফেঞ্চুগঞ্জ পুলিশের খাঁচায় গ্রেফতার হলেন প্রতারক কাজী অপু মিয়া(৩৫)। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রতারক কাজী অপু ও তার ছোট ভাই কাজী টিপু মিয়া দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইসলামপুর কাজী বাড়ীর মৃত হাবিবুর রহমানের দুই ছেলে অপু এবং টিপু।

 

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মৃত শেখ রুনু মিয়ার ছেলে মামলার বাদি শেখ মোরশেদ আহমেদ আরব আমিরাত থেকে দেশে এসে গত জুন মাসের ১৭,২২ ও ৩০ তারিখে তিনটি নোহা গাড়ী নগদ ১৯ লক্ষ টাকায় মামলার বিবাদি অপু ও টিপুর মাধ্যমে ক্রয় করেন।ক্রয়কৃত তিনটি গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র মিয়াদ উর্ত্তিন্ন হওয়ায় তা হালনাগাদ করে দেয়ার জন্য সাক্ষীগণের উপস্থিতিতে গত ৩০ জুন অপু ও টিপু চার লক্ষ টাকা নেন।এরপর থেকেই প্রতারণা শুরু করেন অপু ও টিপু।

 

২৩ আগস্ট দুপুর সময় ০১৭১৬৮৩৯০৮১ এই মোবাইল নাম্বার থেকে শেখ মোরশেদের মোবাইল নাম্বারে ফোন করে সিলেটের পুলিশ সুপার পরিচয় দিয়ে জানানো হয় যে আগামী সেপ্টেম্বরর ১০ তারিখ গাড়ীর মূল কাগজপত্র ও ডিজিটাল নাম্বার প্লেট দেয়া হইবে।৩১ আগস্ট সিলেটের পুলিশ সুপারের পারিবারিক ছবি ব্যবহার করে শেখ মোরশেদের মোবাইল নাম্বারের হুয়াটস্ অ্যাপে উপরের উল্লেখিত নাম্বার থেকে ফোন আসে।প্রতারক অপু ও টিপু নিজেকে কখনো ওসি আবার কখনো সিলেটের পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে প্রতারণা করে আসছিল।

 

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোঃ বদরুজ্জামান বলেন,প্রতারক কাজী অপু মিয়া ও কাজী টিপু মিয়া বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছিলো। তাদের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031