সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
আসছে ঈদে মুক্তি পাবে বীর, এমন গুঞ্জন শোনা গেলেও ভালোবাসা দিবেসই আসছে বীর। চলতি সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘বীর’। শাকিব খান জানান ছবিটি ঈদে নয়, ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, ‘কোনোরকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বীর।’ চিত্র নির্মাতা ও সেন্সর বোর্ডের অন্যতম সদস্য শাহ আল কিরণও এদিন সন্ধ্যায় বীরের আনকাট সেন্সর নিশ্চিত করেন। বীর ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। তার আগের প্রযোজিত দুটি ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ সুপারহিট হয়। সেই সাফল্যের পর বীরের মাধ্যমে তৃতীয়বার প্রযোজনা করলেন জনপ্রিয় এ নায়ক।
তিনি বলেন, ‘সেন্সর যেহেতু হয়েছে মুক্তিতে আর বাঁধা থাকলো না। তাই আগামী ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে বীর