বিরতিহীন ‘পাসওয়ার্ড’

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

বিরতিহীন ‘পাসওয়ার্ড’

বিনোদন ডেস্কঃঃ

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়াই ‘পাসওয়ার্ড’ ছবি।শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’ ছবিটি  আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিকেল ৪টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

 

জানা গেছে, ‘পাসওয়ার্ড’ শুরুর আগে এবং শেষে প্রচার হবে বিজ্ঞাপন। আর ছবির মাঝ প্রান্তে এসে ছোট একটা বিরতি থাকবে। যেমনটা দেখা যায় সিনেমা হলে।

 

শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবির টেলিভিশন স্বত্ত্ব এরই মধ্যে ক্রয় করেছে চ্যানেল আই। এসকে ফিল্মসের ব্যানারে ২০১৯ সালে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’। মালেক আফসারীর পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। আরও আছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন, নাদের চৌধুরী, শিবা শানু, সাদিয়া, তনামী প্রমুখ।

Spread the love