সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাগময়না নোয়াগাঁও গ্রামের শাহিন তালুকদার নামের এক ব্যক্তি কুশিয়ারা নদীর পাড় কেটে গাড়ি দিয়ে মাটি নিয়ে বাড়ি ভরাট করছেন। দেখা যায়, কয়েকজন শ্রমিক কুশিয়ারা নদীর পাড় কেটে গাড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। এ সময় শ্রমিকরা বলেন, শাহিন তালুকদারের নির্দেশে আমরা মাটি নিয়ে যাচ্ছি। যদিও শাহিন তালুকদার বলেন, এটি কুশিয়ারা নদীর পাড় হলেও আমার মালিকানা জায়গা থেকে মাটি নিচ্ছি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।