সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজারের পল্লীতে তিন গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় পুলিশ ওই গ্রামের জোটন মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া একটি গাভী (বাছুরসহ) উদ্ধার করে।
আটককৃতরা হচ্ছে- একই গ্রামের জলিল মিয়ার ছেলে রহিম মিয়া, আবুল খায়েরের ছেলে শাহজান মিয়া ও একই ইউনিয়নের ঝুঁমগাঁও (ইসলামপুর) গ্রামের আব্দুল মমিনের ছেলে জলিল মিয়া। উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রামের আবু হানিফার ২টি গরু চুরি হয়। চুরির ঘটনাটি তখন থানা পুলিশকে অবহিত করা হয়েছিল।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম গরুচোর আটক ও গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গরুর মালিক বাঁশতলা (চৌধুরীপাড়া) গ্রামের আবু হানিফা বাদী হয়ে একই গ্রামের পলাতক জোটন মিয়াকে প্রধান আসামি করে আটক তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।