বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে লার্ণিং পয়েন্টে পিঠা উৎসব পালিত

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে লার্ণিং পয়েন্টে পিঠা উৎসব পালিত
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিশ্বনাথে পিঠা উৎসব পালিত হয়েছে। ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লার্ণিং পয়েন্টের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব প্রতিষ্ঠানের বিশ্বনাথস্থ আল-হেরা শপিং সিটির ৩য় তলাস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উৎসবে লাইফ স্কিলস (শীতের পিঠা ঘর), আইইএলটিএস (বসন্তের পিঠা ঘর) স্পোকেন ইংলিশ (পৌষ বাহারী পিঠা ঘর) ও আইইএলটিএস’র (অন্যরকম পিঠা ঘর স্টলে) পদর্শিত হয় স্থানীয় বিভিন্ন জাতের পিঠা।
উৎসব চলাকালীণ সময়ে স্টল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, লার্ণিং পয়েন্ট প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মো. মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক হাজী এমদাদুর রহমান মিলাদ, লার্ণিং পয়েন্ট গোয়ালাবাজারের ইন-চার্জ আব্দুস শহিদসহ লার্ণিং পয়েন্ট বিশ্বনাথ ও গোয়ালাবাজার শাখার শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031