সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার রং বরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য আওমীলীগ নেতা হাজী মো: আজাদ মিয়ার অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভূমি দাতা সদ্য যুক্তরাজ্য প্রবাসী আহাদ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: মুকিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোছাঃ তাহমিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের ভূমি দাতা সদ্য যুক্তরাজ্য প্রবাসী আহাদ মিয়া, গোয়ালাবাজারের ব্যবসায়ী গৌছ মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি আশিক মিয়া, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের প্রভাশক মোঃ শিবলু খান, কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছেফায়েত উল্যাহ, সহকারি শিক্ষক জয়া রানী চন্দ প্রমুখ।
স্কুল ড্রেস বিতরণে উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির সভাপতি তাজিদ খাঁন, অভিভাবক রফিক মিয়া, শিক্ষানুরাগী কাবুল খাঁন, অভিভাবক ফটিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান, উমরপুর ইউপির সাবেক ইউপি সদস্য নূর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান সহ শিক্ষার্থীর অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।