জগন্নাথপুরে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবারে ৪৪ লাখ টাকা প্রদান

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

জগন্নাথপুরে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবারে ৪৪ লাখ টাকা প্রদান

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের ভয়াবহ বন্যায় কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব ঘরবাড়ি পুনরায় মেরামতের সাধ্য অনেক অসহায় মানুষের নেই। বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় প্রাণ রক্ষার্থে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন দুর্গত মানুষেরা। পানি কমে যাওয়ার পর বাড়ি গিয়ে দেখতে পান নিজের কাঁচা ঘরবাড়ি ভেঙে ও ধসে গেছে। বর্তমানে এসব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করছেন মানুষ। এর মধ্যে অসহায় মানুষজন রীতিমতো দিশেহারা হয়ে পড়েন।

 

একে তো নুন আনতে পান্তা পুরায়, তার উপর বন্যায় ক্ষতি হওয়া ঘরবাড়ি কিভাবে মেরামত করবেন এ নিয়ে যেন তাদের দুশ্চিন্তার শেষ নেই। ঠিক এ সময় এসব অসহায় মানুষকে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য নগদ অর্থ দিয়ে সহায়তা করছে সরকার। এতে সরকারি আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ অনেক খুশি হয়েছেন।

 

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ৪ জুলাই সোমবার থেকে ৫ জুলাই মঙ্গলবার পর্যন্ত ২ দিন ব্যাপী সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে জগন্নাথপুর পৌরসভায় ৭০ পরিবার সহ উপজেলার ৮টি ইউনিয়নের ৪৪০ পরিবারে মোট ৪৪ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারি আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমূখ।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, বর্তমানে বন্যায় সম্পূর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আগামীতে আংশিক ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031