ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

 

বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে প্রয়াস এই শ্লোগানকে সামনে নিয়ে ওসমানীনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার।

 

বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মো. ময়নূলহক চৌধুরী। পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব প্রতিনিধি ডা. গৌরী রানী দেবনাথ। অনুষ্টানে সার্বিক সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশ এর সূচনা প্রকল্প। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,পুষ্টি কার্যক্রম গতিশীল করতে মাঠ পর্যায়ে সচেতনতাবৃদ্ধিসহ মনিটরিং ব্যবস্থা বাড়াতে হবে, বর্তমানে বাংলাদেশ সরকার পুষ্টি বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এটা আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ও অনেক বেশী ভূমিকা রাখতে সক্ষম। তাই আমাদেরর আন্তরিকতার সাথে পুষ্টি নিয়ে সমন্বিত ভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। কোনো কিছু করার আগে বা পরে হাত পরিস্কার ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে নারীদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মুসলিমা আক্তার, ইউপি চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক, হাজি আব্দুর রব, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহসভাপতি উজ্জল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী ,আরডিআরএস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিজানুল হক, নিউট্রিশন কর্মকর্তা সাদিয়া আক্তার, ঝন্টু লাল পাল, আইডিই প্রতিনিধি শাহিনুর হাসান, সহকারী প্রকৌশলী আলমঙ্গির রেজা রিপন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানমসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love