সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে পঁচা পেঁয়াজ সংরক্ষন ও বিক্রি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির অপরাধে দুই পাইকারী ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বলেন, দুই পাইকারী ব্যবসায়ীকে পঁচা পেয়াজ সংরক্ষণ ও বিক্রি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির অপরাধে অর্থদণ্ড দেয়া হয়েছে। বাজারে পণ্যের ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করলে বা গুজব ছড়ালে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। অভিযান কালে বালাগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন। তারেক আহমদ বালাগঞ্জ, সিলেট