সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩
বিনোদন ডেস্কঃঃ
ভারতের মালায়লাম ইন্ডাস্ট্রির অভিনেত্রী অপর্ণা নায়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেরালার তিরুবন্তপুরমের বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃতে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মালায়লাম ফিল্ম ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন অপর্ণা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
যখণ অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন তার মা ও বোন বাড়িতেই ছিলেন। এ ঘটনায় তার স্বামী সঞ্জীত ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। advertisement মৃত্যুর ২২ ঘণ্টা আগে ইস্টাগ্রামে শেষ পোস্ট করেন অপর্ণা। সেখানে দেখা যায়, নিজের ছোট মেয়ের সঙ্গে ভিডিও করছেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশে তিনি লেখেন- ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। অপর্ণার শেষ পোস্ট দেখে আবেগতাড়িত হচ্ছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দুই মেয়ে ও স্বামী সঞ্জীতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা।
তার কথায়, ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-এর মতো অজস্র হিট ছবিতে অভিনয় করেছেন অপর্ণা নায়ার। মোহনলাল অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা। ‘মাল্লু সিং’, ‘থাট্টাথিন মারায়াথু’, ‘জোশিয়াস রান বেবি রান’-এর ছবিতে অভিনয় করেছেন অপর্ণা। চরিত্রাভিনেত্রী হিসেবে মালায়লাম ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি। তার অন্যতম জনপ্রি মেগা সিরিয়াল ‘চান্দনামাজা’ এবং ‘আত্মসাক্ষী’।