যুক্তরাজ্য যুবদলের কমিটি ঘোষণা- প্রশংসায় ভাসছেন নেতারা:

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

যুক্তরাজ্য যুবদলের কমিটি ঘোষণা- প্রশংসায় ভাসছেন নেতারা:

সৈয়দ মোফাজ্জল আলী/ওসমানীনগরঃঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চলিত মাসের ১৬ই মে  যুক্তরাজ্য যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

 

কমিটি ঘোষণার পর বিলাতে এবং সিলেটের ওসমানীনগরে আনন্দের বন্যা বইছে।

 

নবগঠিত কমিটিতে ওসমানীনগর উপজেলা থেকে
১৬ জন যুব নেতা দায়িত্ব পেয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্য যুবদলে নবগঠিত কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের মোবারকপুর গ্রামের শিপন আহমেদ।

ওসমানী নগর উপজেলা থেকে যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন,

সহ সভাপতি-আখতার আহমেদ শাহিন,

মোহাম্মদ শানুর মিয়া : আব্দুল খয়ের,
সুপান আহমেদ, মুদাচ্ছির খান। যুগ্ম সম্পাদক-নুরুল আলী রিপন, মিয়া মো: জামিল।

সহ সাধারণ সম্পাদক-জামিল হুসেন খান,
তারেক আল জুবায়ের, এমরান আহমেদ,
গোলাম কিবরিয়া।

 

প্রচার সম্পাদক-শিপন আহমেদ, সমাজ কল‍্যান সম্পাদক-মিফতাউর রহমান জাহান,সহ-সমাজ কল‍্যান সম্পাদক-আব্দুল হাকিম জিলু, ক্রিড়া সম্পাদক-সাইফুর রহমান ও সিনিয়র সদস‍্য ইশতিয়াক আহমেদ।

কমিটিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহতভাবে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন কমিটিতে স্থান পাওয়া নেতাদের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

বাংলাদেশে অবস্থানরত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্তরাজ্য যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়ে যাচ্ছেন গণমাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যাচ্ছে :
নেতাদেরকে উদ্দেশ্য করে লেখা শুভেচ্ছা বার্তায়।

এর ই ধারাবাহিকতায় যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ ডালিম হোসাইন বলেন,নব নির্বাচিত যুক্তরাজ্য যুবদল কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অতীতের ন্যায় সর্বদা জনগণের পাশে থেকে জনগণের দাবী আদায়ে সরব থাকবেন।

 

বিশ্বনাথের সন্তান আফজাল হোসেন যুক্তরাজ্য যুবদলের মূল দায়িত্ব পাওয়ায় সিলেট ২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ মজলুম জননেতা এম. ইলিয়াস আলী’র সন্ধান আন্দোলন দেশে ও প্রবাসে আরো
বেশি জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বাংলাদেশের সাধারণ জনগণ বিগত ১৫ বছর ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারতে পারেনি উল্লেখ করে ওসমানী নগর উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক শাহ ডালিম হোসাইন আরো বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারার মনোবেদনা, কষ্ট ও আক্ষেপ গোছাতে যুক্তরাজ্য যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এমন প্রত্যাশা করছি। বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবী আদায়ে বিশ্ব জনমত গঠনে যুক্তরাজ্য যুবদল সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসমানীনগর উপজেলা বিএনপির এই তরুণ নেতা। যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সকল নেতৃবৃন্দ-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30