ওসমানীনগরে দুঃসাহসিক চুরি, কেয়ারটেকারের হুমকিতে ভুক্তভোগীরা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

ওসমানীনগরে দুঃসাহসিক চুরি, কেয়ারটেকারের হুমকিতে ভুক্তভোগীরা

প্রতিনিধি/ওসমানীনগরঃ

 

সিলেটের ওসমানীনগরে দিনদুপুরে একটি বাড়ির দরজার তালা ভেঙে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

ঘটনাটি ঘটে গত ১১ মে (রবিবার) তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি লন্ডনী বাসায়। বাসাটিতে বসবাসকারী কাপড় ফেরীওয়ালারা গ্রামের বিভিন্ন স্থানে ফেরী করতে গেলে চোরের দল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের ৪টি টাংকের লকার ভেঙে দুই লাখ উনষাট হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

 

বাসায় ফিরে ফেরীওয়ালারা তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর তারা থানায় গিয়ে জিডি করেন।

 

ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসার কেয়ারটেকার হিরন মিয়াকে সিসিটিভি ফুটেজ জমা দিতে বলে। পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন চার ব্যক্তিকে শনাক্ত করে এবং থানায় হাজির করার নির্দেশ দেয়।

 

এ খবর জানার পর কেয়ারটেকার হিরন মিয়া কাপড় ফেরীওয়ালা আলাল মিয়াকে ফোনে হুমকি দেন, বর্তমানে কাপড় ফেরীওয়ালারা আতঙ্কে আছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Spread the love

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30