তারুণ্যের সমাবেশ, খণ্ড-খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

তারুণ্যের সমাবেশ, খণ্ড-খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে করে সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

আজ বুধবার সকাল ১০টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ‘তারণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি।

 

এদিকে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে জড়ো হতেও দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সাংগঠনিক বিভাগ ঢাকা, ফরিদপুর ময়মনসিংহ ও সিলেটের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়। তিনি বলেন, ছাত্র-যুবকরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই সমাবেশ তার প্রমাণ।

 

তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। তিনটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে ছয় দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। ঢাকায় গতকাল সেমিনার করেছে। আজ সমাবেশ হচ্ছে।

 

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031