বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার সবর্ বৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট। শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যুক্তরাজ্য ভিত্তিক এই সংগঠনটি ৩১ বছর পূর্ণ করেছে।  প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট্রের ৩১তম বর্ষপূর্তী উদযাপন করা হয়েছে।

 

গত ১৩ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে সংগঠনের ৩১ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ২ শতাধিক ট্রাস্টি এই সভায় অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান।  সাধারণ সম্পাদক গুলজার খান ও সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু‘র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে চেয়ারপার্সন মাফিজ খান ট্রাস্টের বিগত ৩১ বছরের অর্জন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।

 

 

সাধারণ সম্পাদক গুলজার খান বিগত বছরের বিস্তারিত কার্যবিবরণী উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ আখলাকুর রহমান সংগঠনের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

 

সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতিদের মধ্যে  শাহ আজিজুর রহমান, মির্জা আসহাব বেগ ও মতছির খান, সাবেক সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম।

 

বক্তব্য রাখেন, কাউন্সিলর আয়াছ মিয়া, তৈয়বুর রহমান, শারব আলী, অধ্যাপক নুরুল ইসলাম, শাহনুর আহমদ খান, ডেপুটি ল‍্যা: মোকাররম আলী আফরুজ, আব্দুল অদুদ শাহেল, মোবারক আলী, আব্দুল হামিদ টিপু, আসাদুর রহমান, শেখ তাহির উল্লাহ, এম এ গনি, আকলুছ মিয়া, শাহ ইসলাম প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৌলত হোসাইন, কার্যকরী কমিটির সদস্য আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুস সালাম, শেখ মবশ্বির আলী প্রমুখ।

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বাংলাদেশে রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান কল্পে ও বিলেতে রেজিস্ট্রেশনের জন্য সাধারণ ট্রাস্টিদের মতামতের জন্য সভা পরবর্তীতে গোপন ব‍্যালটে ভোট অনুষ্ঠিত হয় । এসময় সাবেক সভাপতি মির্জা আসহাব বেগ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভোট দানে বিরত থাকার ঘোষণা দেন । এবং বলেন যেহেতু ট্রাস্ট রেজিষ্ট্রেশন সঠিক হয়েছে বলে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিবেদনে উল্লেখ করেন যা কোর্টের রায়েও প্রতিফলিত হয়েছে। যেহেতু রেজিস্ট্রেশন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল এখনো বিচারাধীন তাই এ বিষয়ে এধরনের ভোটাভুটি আইন সিদ্ধ নয় এবং তা কোর্ট অবমাননার শামিল হতে পারে। তাই তারা ভোট দানে বিরত থাকেন তারা।

 

 

উক্ত এজিএমে  সভায় ভোটের মাধ্যমে ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম ছিল বিদ্যমান রেজিস্ট্রেশন ডিড (দলিল) বাতিল। এতে বাতিলের পক্ষে ১৫১ জন ও বিপক্ষে ৩১ জন এবং ভোট প্রদানে বিরত থাকেন ৬১ জন।  উল্লেখ্য যে, সভায় সর্বমোট ৫৯২ জন ট্রাস্টির মধ্যে ২৪৩ জন উপস্থিত ছিলেন যা মোট সদস্যের ৪১%। যেখানে সংবিধান সংশোধন করতে হলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় বলে অভিমত অনেকের ।

 

এছাড়া, সংগঠনটিকে যুক্তরাজ্যে চ্যারিটেবল ইনকরপোরেটেড অর্গানাইজেশন হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্তের পক্ষে উপস্থিতির ভোট পড়ে ৭৪.৩% ।

 

বোর্ড অব মেসেজ ম্যান্টের নেতৃবৃন্দরা বলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার শিক্ষা বিস্তারে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য, বিশ্বনাথ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, ইংরেজি ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ,গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদান। এছাড়াও সংগঠনটি যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং ঐক্য জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সভা শেষে ট্রাস্টিরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাহী কমিটির পক্ষ থেকে দূরদূরান্ত থেকে আগত সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

 

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা আব্দুস শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমদ।

Spread the love