গাছের তৈরি ২২ চাকার বাইকে দাপিয়ে বেড়াচ্ছে যুবক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

গাছের তৈরি ২২ চাকার বাইকে দাপিয়ে বেড়াচ্ছে যুবক

আন্তজাতিক ডেস্ক ::

 

এবার রাস্তায় দেখা মিলেছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি অদ্ভুত এক ভেসপার। বিশাল এই বাইকে চাকার সংখ্যা ২২টি। এটি যখন রাস্তায় চলাচলের জন্য বের হলে একনজর দেখতে থমকে দাঁড়ান পথচারীরা। শহরজুড়ে এমন একটি ট্রি ভেসপার দাপিয়ে বেড়ানোর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে এরই মধ্যে তা দেখেছে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। ভিডিওটি বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

 

 

ইন্দোনেশিয়ার তাঙ্গেরাং শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানো বাইকটিকে অনেকেই বলছেন ম্যাড ম্যাক্স-স্টাইলের। অসাধারণ এ স্কুটারটির নির্মাতা নিও ভেসপা নামের সৃজনশীল এক যুবক।

 

 

 

তিনি বলেন, আমি চেয়েছিলাম সবার থেকে আলাদা কিছু একটা তেরি করতে, এবং আমি তা একদম সফলভাবেই করেতে পেরেছি। নিও জানান, ২০১৪ সালে নিজের বাড়ির একটি পুরোনো গাছ কেটে ফেলার পর তার মাথায় আসে অদ্ভুত এই ভাবনা। হাতে বানানো কাঠের গুড়ির সঙ্গে গেঁথে ফেলেন ভেসপার ফ্রেম। কোনো ধরনের আঠা বা ওয়েল্ডিং ছাড়াই শুধু লোহার তার ব্যবহার করে তৈরি করেছেন এটি।

তবে আশ্চর্যের বিষয় হলো, কাঠের হলেও একসঙ্গে ৪ জন মানুষ বহন করতে পারে এ ভেসপাটি। তুমুল জনপ্রিয়তার জন্য এটি এ মুহূর্তে ইন্দোনেশিয়ার ভেসপা গেমবেল কালচারের প্রতীকে পরিণত হয়েছে।

Spread the love