সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
লক্ষীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে রামগতি উপজেলার যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি রাশেদ খান হেলাল (৫৫) ও সদর উপজেলার অটো ডোর ব্যবসায়ী ওমর ফারুক (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিক হেলালের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রাত ১০ টার দিকে মোটরসাইকেল যোগে হেলাল রামগতি থেকে গুচ্ছগ্রাম যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে তিনি নিহত হন।
অন্যদিকে একই সময় কাঁচা বাজার করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন ওমর ফারুক। লক্ষীপুর-চৌমুহনী আঞ্চলিক সড়কের এলজিইডির সামনে এ ঘটনা ঘটে। মাথায় মারাত্মক জখম হয় তার। গুরুতর অবস্থায় সদর হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাওছারুজ্জামান বলেন, এ ঘটনায় চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।