সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
প্রতিনিধি/সুনামগঞ্জ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের পাশে আদালতের সামনে পাসান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মোঃ আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্রীর মধ্যে অনেক দিন যাবত মামলা চলছিল আদালতে। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আক্তার হোসেন পিছন থেকে এসে হটাৎ করে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন ।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগন আক্তার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।