সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
ঢাকার পরীবাগে বসবাসরত একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ ঘটনায় তার সংস্পর্শে আসা সাতজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
ওসি আবুল হাসান জানান, এক চিকিৎসকের শরীরে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় তিনি যে ভবনে থাকেন সেই ভবনটি লকডাউন করা হয়।তিনি বলেন,’পরে আইইডিসিআর থেকে লোকজন এসে ওই ভবনের নিরাপত্তাকর্মী, ম্যানেজারসহ মোট সাতজনকে চিহ্নিত করে হোম কায়ারেন্টিনে পাঠিয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত ২৪ ঘণ্টায় দুজনের দেহে করোনাভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করলেও এই চিকিৎসক তাদের একজন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।