সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
 
                                                                          আন্তজাতিক ডেস্ক ::
গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফ্রান্সের নবনির্বাচিত কমিটির অভিষেক ও জার্সি উন্মোচন অনুষ্ঠান প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
গত ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় সংস্থার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক এজাজ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ। প্রধান বক্তা ছিলেন লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মানিক মিয়া, গ্লোবাল জালালাবাদের সভাপতি ফয়সাল উদ্দিন, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, এবং ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক তাইজুল ফয়েজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আসলাম উদ্দিন, উপদেষ্টা সেলিম উদ্দিন, মুহিব উদ্দিন ও রায়হান উদ্দিন রাজু, পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান এবং সাবেক ছাত্র নেতা জুয়েল আহমদ।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এমরান, আবু সুফিয়ান ও মনজুরুল আলম, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমদ, ফ্রান্স বাংলা অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হক রুবেল, আরিফ আহমদ, সাদিকুর রহমান, রহিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 