সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
আসছে নভেম্বরে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক।তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
২০১৬ সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার।।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রনধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, ‘জাকির নায়েক আগামী মাসে বাংলাদেশে আসবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার কি তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করতে পারে সে বিষয়ে অনুরোধ করার কোন প্রস্তাব আছে?’
জবাবে রনধীর বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’