সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৪১ জন।
তার আগের দিন শনাক্ত হয় ১৮ জন। আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এই রোগে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের মধ্যে ৫৪ জনের মধ্যে সংক্রমণ পেয়েছি। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন আরও ৩ জন। মোট মৃত্যু সংখ্যা ২০। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন এ রকম নেই। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
আক্রান্ত ৫৪ জনের ব্যাপারে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ২১ জন। বয়সের হিসাবে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন। ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।’