সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে সুফি মিয়া নামের এক যুবক কর্তৃক মনি বেগম(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত সুফি মিয়ার বাড়ি থেকে ছাত্রী মনি বেগম উদ্ধার ও সুফি মিয়াকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামে ঘটনাটি ঘটেছে। অপহৃত মনি বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সাইম উদ্দিনের মেয়ে ও চাতলপাড় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত সুফি একই গ্রামের মনি বেগমের পাশের বাড়ির আছাদ মিয়ার ছেলে। এ ঘটনায় অপহৃত ছাত্রী মনি বেগমের বাবা সাইম উদ্দিন বাদি হয়ে সুফি মিয়াকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদ্রাসা ছাত্রী মনির বাবা সাইম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মনি বেগমকে নিজ গৃহে খোঁজাখোঁজি করে কোথাও পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় পাশের বাড়ির সুফি মিয়া তার বাড়ির টং দোকানে মনিকে অপহরণ করে আটক করে রেখেছে। বিষয়টি গতকাল বুধবার ওসমানীনগর থানা পুলিশকে জানালে এসআই নিখিল অভিযান চালিয়ে অপহৃত ছাত্রী মনিকে সুফি মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে এবং সুফি মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
ছাত্রীকে উদ্ধার কারী ওসমানীনগর থানার এস আই নিখিল বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ছাত্রী মনি বেগমকে অভিযুক্ত সুফি মিয়ার বাড়ি থেকে উদ্ধার ও সুফি মিয়াকে আটক করা হয়।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রী মনি ও অভিযুক্ত সুফি পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।