বিশ্বনাথে মারা যাওয়া শিশু করোনা নেগেটিভ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

বিশ্বনাথে মারা যাওয়া শিশু করোনা নেগেটিভ

প্রতিনিধি/ বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই শিশু করোনায় আক্রান্ত ছিলো না। তার মামাও করোনা আক্রান্ত নয়। নমুনা পরীক্ষার পর জানাগেছে এ তথ্য। আজ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

জানা গেছে, উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল আউয়ালের ভাগ্নে ও সুনামগঞ্জের দোয়ারা উপজেলার জলসি গ্রামের নওয়াজের ছেলে গালিব শাহরিয়ার ইমন (১০) গত বুধবার রাত ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে করোনা সন্দেহে সে ও তার মামা’র নমুনা সংগ্রহ করে উপজেলা প্রশাসন। বিশেষ সর্তকতায় জানাযা শেষে তার দাফন করা হয় ইমনের মৃতদেহ। আইসোলেশনে রাখা হয় বাড়ীর ৬টি পরিবার।

 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, এ নিয়ে মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠিয়েছি আমরা। ইতিমধ্যে অলংকারীর ইউনিয়নের ২ জন ও ধীতপুর গ্রামের শিশু ও তার মামার রিপোর্ট পেয়েছি। তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30