মো. আবুল কাশেম/ বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে একজনের শরীরে করোনা উপসর্গ রয়েছে বলে খবর পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে আইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান।
তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা যায়, বিশ্বনাথ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা করোনা সংক্রমণ রোধে বেশ তৎপর। এ লক্ষ্যে সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে উপজেলার সকল বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে।
বৃহস্পতিবার দুইজনের শরীরে করোনা উপসর্গের খবর পেয়ে তাৎক্ষণিক তার নমুনা সংগ্রহ করে জেলা সিভিল কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, উপজেলা নতুন করে একজনের করোনার উপসর্গের খবর পেয়ে তাৎক্ষণিক তার নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার একজনের নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইইডিসিআর থেকে রিপোর্টের ফলাফল এলে তার শারীরীক অবস্থা নিশ্চিত হওয়া যাবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে জনসমাগম এড়িয়ে বাসায় অবস্থানের নির্দেশনা দেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় ৩০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু ২৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ও বাকি ৫ জনের রির্পোট এখনও আসেনি।