বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
করোনা মাহামারিতে মা-মাঠির টানে (GLNWA) গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের হত দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ কাযক্রম গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। আউশকান্দি ইউনিয়নের দিন মজুর ও খেটে খাওয়া মানুষ অনাহারে দিন যাপন করছেন। এসব চিন্তা ভাবনা করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিনদিন করোনার ছোবল এগিয়ে আসছে। এসবের দিক- বেদিক চিন্তা করে দেশ ও মাঠির টানে আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত হাজী মন্তাজ উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসী মোঃ হারুন মিয়া ও সালিক মিয়া লন্ডনীর পুত্র আব্দুল অদুদ দীপক এর তত্ত্বাবধানে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বনগাঁও ও পাহাড়পুর গ্রামের ৪০টি হত দরিদ্র খেটে খাওয়া মানুষকে নগদ ২ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে। অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন উক্ত ওয়াডের সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, সাংবাদিক জুয়েল আহমদ সহ আরো অনেকেই। এই মাহামারি কারোনার কারনে ঘর বন্ধি দিন মজুর ও হত দরিদ্র লোকজন নগদ অর্থ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওটেন। অনেকেই দু হাত তুলে দোয়া করতে দেখা যায়। এসব দেখে ও বুঝে দেশ ও মানুষের টানে প্রবাসীরা ভিন্ন ভিন্ন কৌশলে একে একে তাদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসছেন।