সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কমদামে বিক্রি হচ্ছে সরকারি টিসিবি পণ্য। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সারা দেশে ভর্তুকি দিয়ে টিসিবি পণ্য বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় গত একমাস ধরে জগন্নাথপুরে টিসিবি পণ্য বিক্রি চলছে। টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায়ের অধীনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কমদামে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। তাই কমদামে টিসিবি পণ্য পেয়ে মানুষ অনেক খুশি হয়েছেন।
এর মধ্যে ৩ মে রোববার জগন্নাথপুরে ১৮০ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। জনপ্রতি প্রতিটি প্যাকেটের মূল্য ধরা হয় ৭৫০ টাকা। প্রতি প্যাকেটে রয়েছে ৫ লিটার সোয়াবিন, ৩ কেজি চিনি ৩ কেজি ছানা। এখানে প্রতি লিটার সোয়াবিন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। যা খোলা বাজারে বিক্রি হচ্ছে কমপক্ষে ১১০ টাকায়। প্রতি কেজি চিনি রাখা হচ্ছে ৫০ টাকা। যা বাজারে বিক্রি হচ্ছে কমপক্ষে ৭০ টাকা। প্রতি কেজি ছানা রাখা হচ্ছে ৬০ টাকায়। যা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ সময় ডিলারের পক্ষে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান তালুকদার, শাফি তালুকদার, রাজিব চৌধুরী ও ফয়সল আহমদ।