সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০
প্রতিনিধি /গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জের পল্লীতে করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। তিনি বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের এক দিন মজুরের ছেলে (২২)। এ নিয়ে গোলাপগঞ্জে ৩জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, আক্রান্ত যুবক ঢাকায় বসবাস করতেন। তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করে ৮ মে শুক্রবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। ৯ মে শনিবার দুপুর ২টায় তিনি কাগজপত্র নিয়ে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।