সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ১২, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ফেঞ্চুগঞ্জঃঃ
করোনা ভাইরাস ( covid-19)আতংকে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল ছেড়ে পালাচ্ছে রোগীরা।এতে আতংক বিরাজ করছে উপজেলা জুড়ে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী।গতকাল ১১ই মে সোমবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কোহিনূর বেগমের করোনা পজিটিভ ধরা পরে।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয় হাসপাতাল সহ পুরো উপজেলা জুড়ে। এসময় হাসপাতালে মোট ৮জন রোগী ভর্তি ছিলেন।রাতেই ২জন রোগী হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।পালিয়ে যাওয়া নজরুল ইসলামের (৪৫) বাড়ী ২নং মাইজগাঁও ইউনিয়নের চেরাগী গ্রামে,উনার পিতার নাম মৃত রুস্তম আলী। তিনি ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপরজন মিলি আকতার(২০),স্বামী শাহীন মিয়া,গ্রাম চেরাগী ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ২জনকেই প্রশাসনের সহযোগিতায় ফিরিয়ে আনা হচ্ছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে,এবং তাদের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হবে।
এছাড়াও ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালে ভর্তি সকল রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হচ্ছে। আক্রান্ত কোহিনূর বেগমকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পুরো আবাসিক এলাকা লক ডাউন করে দেয়া হয়েছে বলে জানান তিনি।