পিটি করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

পিটি করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
Spread the love

৮২ Views

লন্ডলবাংলা ডেস্কঃঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার্থীদের শরীরচর্চার (পিটি) অনুষ্ঠানে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঐ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শিরিন আকতার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়ে শরীরচর্চা (পিটি) চলার সময় হঠাৎ শিরিন আকতার জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় অন্য শিক্ষার্থীরা তাকে কমনরুমে নিয়ে যায়। সেখান থেকে স্থানীয় ডাক্তারের পরামর্শে শিরিনকে সিএনজিচালিত অটোরিকশাযোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ইফ্ফাত রুবাইয়াত তাকে মৃত ঘোষণা করেন। ডা. ইফ্ফাত রুবাইয়াত জানান, হাসপাতালে আনার আগেই শিরিনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে শিরিন মারা গেছে, তা তিনি বলতে পারেননি।

 

 

শিরিনের মা জোসনা আকতার বলেন, ‘আজ সকাল ৭টায় কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে আসে শিরিন। আসার সময় স্কুলে কিছু খাওয়ার জন্য টাকাও নিয়ে আসে। সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পাই শিরিন অসুস্থ। এরপরে হাসপাতালে এসে দেখি, আমার মেয়ে আর নেই।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রশিদ বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে যান তিনি জানান, শিরিন কী কারণে মারা গেছে, তা এখনই বলা যাচ্ছে না।

 

 

সূত্র-এলবিন/২৯জা/র-০৩/জা


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031