সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছে প্রশাসন। ১৬ জুন মঙ্গলবার লকডাউন থাকা জগন্নাথপুর সদর বাজার সহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সেই সাথে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার দায়ে অনেককে করা হয় সতর্ক ও জরিমানা। জন সমাগম ছত্রভঙ্গ করতে করা হয় ধাওয়া। যদিও লকডাউন এলাকায় যাত্রীবাহী ও মালবাহী বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট গাড়ি এবং নৌযান চলাচল করতে দেখা যায়।