সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিকান্দার হোসাইন আকবরী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ টার দিকে বানিয়াচংয়ের ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমন উদ্দিন ফকিরের পুত্র। তিনি ব্রাহ্মণ বাড়িয়ায় একটি মসজিদে ইমামতি করেন বলে জানা গেছে।
বানিয়াচং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শিমুল রায় সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বানিয়াচং থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছেন।
১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার জানান, সিকান্দার হোসাইন আকবরী গত ১৩ জুন তার ফেসবুকে কয়েকটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন।
ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বলেন, দেশের জন্য নিবেদিত প্রাণ, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতাদের নিয়ে এমন মন্তব্য খুবই বেমানান। যে কারও মৃত্যুতে সাধারণত মানুষ শোক প্রকাশ করে থাকেন অথবা মর্মাহত হন।
কিন্তু সিকান্দার হাঁটলেন উল্টোপথে। তার এমন স্ট্যাটাস আমাকে আঘাত করেছে। তাই আমি তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি। তার উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন ছাত্রলীগের এই নেতা।