প্রতিনিধি / সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে আনুমানিক ৫৫-৬০বছর বয়সী এক বৃদ্ধ ও ১১-১২ বছর বয়সী আরেকজন শিশু নিহত হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।নৌকার মালিক উপজেলার ধল গ্রামের সুজন মিয়া। স্থানীয় এলাকাবাসী জানান,শনিবার(২৭,০৬,২০২০)সকাল সাড়ে ১০টা সময় দিরাই থেকে ইঞ্জিন চালিত নৌকায় ১০-১২জনের যাত্রী নিয়ে ধল যাওয়ার পথে ১১টার দিকে উজানধল গ্রামের পাশে কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়র কবলে পড়ে ডুবে যায়।
এসময় অন্যান্য যাত্রীরা সাতরে তীরে উঠতে পারলেও ঐ দুজন পানিতে ডুবে মারা যায়। নিহতরা একই পরিবারে লোক হতে পারে ধারনা করছে স্থানীয়রা।
দিরাই থানার ওসি কে এম নজরুল জানান,ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিহতদুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি-না তা দেখা হচ্ছে।