সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
ঢাকা অফিসঃঃ
নানা ঘটনার মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি নির্বাচনে আজ বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী সিলেটী মেয়ে আলেয়া সারোয়ার ডেইজি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। ঢাকা উত্তরের মোহাম্মদপুর এলাকায় ভোটকেন্দ্রের সামনে আজ শনিবার এ হামলার শিকার হন তিনি। এ সময় হামলাকারীরা তার পরিধেয় কাপর ছিঁড়ে ফেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।
উল্লেখ্য, আলেয়া সারোয়ার ডেইজি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গত মেয়াদের নারী কাউন্সিলর ছিলেন। এবার তিনি লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক অসুস্থ থকাকালীন আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য তিন সদস্যের যে মেয়র প্যানেল নির্ধারণ করে হয়েছিলো সেখানে ছিলেন সিলেটের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজি।
আলেয়া সারোয়ার ডেইজির বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তাঁর বাবা ব্যবসায়ী মো. মতলিব আলী। মামা বাবরুল হোসেন বাবুল জাতীয় পার্টি নেতা হিসেবে সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। চাচা এ কে এম গাউছ সিলেট-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।