সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে দুই চাচাত ভাইয়ের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে চাচী নারী খুন হয়েছেন। খুন হওয়া আরিফুল নেছা (৫০) উপজলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আবুল কালামের পুত্র ইমন মিয়া ও আব্দুর রহিমের পুত্র আজিজুলের মধ্যে ট্যাংক নির্মান নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় সংঘর্ষ থামাতে তাদের চাচী আরিফুল নেছা এগিয়ে এলে আরিফুল নেছার বুকে ধারালো অস্ত্রের (ছুলফি) আঘাত লাগে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এব্যপারে জরিতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |