সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া কামনা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার পৌর এলাকার কেশবপুর বাজার এলাকায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আপ্তর আলীর উদ্যোগে মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সুনামগঞ্জ শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক রাসেল চৌধুরী।
এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আলী জহুর, সাংবাদিক আলী হোসেন খান, দুবাই প্রবাসী সুনু মিয়া, সমাজকর্মী সুমন চৌধুরী, দিদার আলী, মাওলানা জামিল আহমদ, হাফিজ তাজুল ইসলাম, হাজী জুনাব আলী, হাজী আবদুল লতিফ, হাফিজ খলিল আহমদ, শাহ সাহিদুর রহমান, হাজী মনোহর আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ মাওলানা শামীম আহমদ খান। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত সাবেক মেয়র আইয়ূব বখত জগলুল ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আপ্তর আলীর প্রয়াত পিতা-মাতা’র রূহের মাগফেরাত কামনা করা হয়।