সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইউনিক পরিবহণের চাপায় ফুলজান বিবি (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের সিদ্দরপুর গ্রামের মৃত ওয়াসিল উল্ল্যাহর স্ত্রী।
জানাযায়, উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল বেলা আসেন ফুলজান বিবি। পরে বাড়ি ফেরার পথিমধ্যে মিনাজপুর স্কুলের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির সিলেট গামী একটি যাত্রী বাস ঢাকা মেট্রো (ব-১৫- ২৫৬৬) ফুলজান বিবিকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়। পরে ঘাতক বাসটিকে পালিয়ে যাওয়ার সময় সৈয়দপুর বাজারে স্থানীয় জনতা চালক সহ গাড়িটি আটক করে আউশকান্দি ইউনিয়ন অফিসের সামনে রাখেন। পরে স্থানীয় লোকজন মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ- বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার সালমান ফারসি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যানস ও ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় উত্তেজিত জনতা প্রশাসনের সাথে আলাপ- আলোচনা করে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।