সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাম-দা দিয়ে এলাপাতারী কুপিয়ে এক ইউপি সদস্যাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
রোববার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে হরিষপুর গ্রামের মৃত বশির আলীর কন্যা, কালারুকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যা ফুলেছা বেগমের সাথে একই গ্রামের আশিক আলী পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে রোববার সকালে বিনা উস্কানীতে ফুলেছা বেগমকে প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালাগাল করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফুলেছা বেগমের বসত ঘরে হামলা চালায়।
হামলাকারীরা বসতঘর ভাংচুরসহ রাম-দা দিয়ে এলোপাতারী কুপিয়ে ইউপি সদস্যা ফুলেছা বেগমকে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত ইউপি সদস্যার ভাই, শহিদ আলী বাদী হয়ে হরিষপুর গ্রামের আশিক আলী, সুরুজ আলী, সুলতানা বেগম ও দিলারা বেগমের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।