সিলেট ২৩শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে প্রতিপক্ষের স্ক্রু-ড্রাইভারের আঘাতে নাজমুল ইসলাম(১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ফেব্রুয়ারি)সকালে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নাজমুল ইসলাম শহরের চাঁদনীঘাট এলাকার আব্দুল হাসিমের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন ডোগলা বাড়ি এলাকার উদয় শব্দ করের পুত্র মাধু শব্দ করের স্ত্রীর সাথে চাঁদনীঘাট এলাকার মৃত নূর মিয়ার পুত্র রফিক মিয়ার পরকীয়া চলে আসছিল।
রোববার রাতে মাধু শব্দকর ঘরে না থাকার সুবাদে রফিক মিয়া মাধুর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় মাধুর পুত্র নিবাস শব্দকর তার মাকে আপত্তির অবস্থায় রফিক মিয়াকে বেধড়ক মারপিট করে। এ ঘটনার জের ধরে সোমবার সকালে রফিক মিয়ার ভাই নাজমুল ইসলাম নিবাসের ছোট ভাই সুভাশকে মারধর করে।
এসময় উত্তেজিত হয়ে নিবাস তার হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে নাজমুল ইসলামকে স্ব-জোরে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের ডাক্তার তাকে ঢাকায় প্রেরন করেন।