পাবেল হত্যামামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সভা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

পাবেল হত্যামামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সভা

জেলা প্রতিনিধি/সুনামঞ্জঃঃ

ছাতকে আলোচিত পাবেল হত্যাকারীদের গ্রেফতার এবং ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীতে এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মানিকগঞ্জ বাজারের ব্যাবসায়ী নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ছোট মায়েরকুল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আলীর পুত্র পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনা নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারে মরিয়া হয়ে উঠেছে।

 

পাবেল মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবী করে বক্তারা আরো বলেন, এ মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউনিয়নের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে এ মামলায় জড়ানো হয়েছে। পাবেল হত্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের নাম প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

 

বক্তব্য রাখেন, ইউপি সদস্য সুহেল আহমদ, মানিকগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল মমিন, সৌদি প্রবাসী মতিন মিয়া, সাবেক মেম্বার আকবর আলী, সাবেক মেম্বার জুনাব আলী, সাবেক মেম্বার আকলু মিয়া, সাবেক মেম্বার মাহমদ আলী, আকিক মিয়া মেম্বার, সঞ্জু চৌধুরী, ওয়ারিছ উদ্দিন, আতাউর রহমান, ইদ্রিছ আলী, উকিল আলী, সাজিদ আলী, আইয়ুব আলী, ইলিয়াছ আলী, আব্দুল মতলিব, আশর আলী, আব্দুল কাদির, জমির আলী, জয়নুল ইসলাম কামাল, আজিজুর রহমান আজিজ, আব্দুল হামিদ, বাবুল মিয়া, মনির উদ্দিন, মখলুছ আলী, মোসাহিদ আলী, আবু তাহের, নুর ইসলাম, তৈয়ব আলী, নিজাম উদ্দিন, জমির উদ্দিন, জামাল উদ্দিন, ফয়ছল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ

Spread the love