সিলেট ২৪শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে পিকআপ ভ্যানসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। শনিবার ভোরে উপজেলার তেমুনিয়া-ইটাখোলা সড়কের মতিমিয়া মার্কেটের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের বাদল মিয়ার ছেলে মোক্তার মিয়া মান্না (২৮), ও একই উপজেলার কুর্কিপূর্ব গ্রামের পারুক মিয়ার ছেলে মারুফ মিয়া (১৯)।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া-ইটাখোলা রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয় এবং একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৭০৬) জব্দ করা হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।