মাধবপুর দুই গরু চোর আটক

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

মাধবপুর দুই গরু চোর আটক
Spread the love

৭৯ Views

জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে পিকআপ ভ্যানসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। শনিবার ভোরে উপজেলার তেমুনিয়া-ইটাখোলা সড়কের মতিমিয়া মার্কেটের কাছ থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের বাদল মিয়ার ছেলে মোক্তার মিয়া মান্না (২৮), ও একই উপজেলার কুর্কিপূর্ব গ্রামের পারুক মিয়ার ছেলে মারুফ মিয়া (১৯)।

 

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া-ইটাখোলা রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয় এবং একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৭০৬) জব্দ করা হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930