সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ঢাকা প্রতিনিধিঃঃ
রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার সকাল থেকে দলে দলে সমাবেশে অংশগ্রহন করছেন নেতা কর্মীরা। শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ঘুরে প্রেসক্লাবের দিকে যায়। মিছিল শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির একাধিক নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। তবে পুলিশি ঘেরাওয়ের মুখে অসংখ্য নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।