সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বাণিজ্যিক ছবি’র দাপুটে অভিনেতা নায়ক মান্না’র আজ ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। মৃত্যুবার্ষিকীর দিনে বিন্ম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন নায়ক মান্না (সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার)। মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হয়েছিলেন।
১৯৮৪ খ্রিষ্টাব্দে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। তাঁর অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত ছবি ‘পাগলী’। জনপ্রিয় নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- তওবা, ফুলসয্যা, যন্ত্রণা, কাসেম মালার প্রেম, দাঙ্গা, ত্রাস, অন্ধপ্রেম, প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, বাবার আদেশ, দেশদ্রোহী, তেজী, লুটতরাজ, শান্ত কেনো মাস্তান, কে আমার বাবা, বাস্তব, উত্তরের খেপ, আম্মাজান, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই, পিতা মাতার আমানত, বীর সৈনিক, দেশ প্রেমিক, সিপাহী, মোগল-এ আজম, জীবন নিয়ে যুদ্ধ, এ দেশ কার, জীবনের গল্প, ভাইয়ের শত্রু ভাই, কঠিন পুরুষ, জীবন এক সংঘর্ষ, ভাইয়া, সমাজকে বদলে দাও চির ঋণী, সাক্ষী প্রমাণ, মেশিনম্যান, রুস্তম, বর্তমান, গরম হাওয়া, সাজঘর, ঢাকাইয়া মাস্তান, প্রতিবাদী মাস্টার, আমি জেল থেকে বলছি, অবুঝ শিশু, ছোট বৌ, শত্রু শত্রু খেলা, মায়ের মর্যাদা, এই যে দুনিয়া, বিদ্রোহী মাস্তান, জগত সংসার, রাজধানী, কাবুলিওয়ালা, সুলতান, ভিলেন, নায়ন, বাপ বেটার লড়াই আমাদের সন্তান, ঈমানদার মাস্তান, মাথা নষ্ট, শেষ যুদ্ধ, জুম্মন কসাই, স্বামী ছিনতাই, রুটি, বাবা মাস্তান, দেশের মাটি, আন্দোলন, মোস্তফা ভাই, হৃদয় নিয়ে যুদ্ধ, বশিরা, জীবন দিয়ে ভালোবাসি, ভেজা বিড়াল, অশান্ত আগুন, বোমাহামলা আসলাম ভাই, রাজপথের রাজা, আব্বাস দারোয়ান, প্রেমের মরা জলে ডোবেনা, প্রেমের স্মৃতি, কান্দ কেন মন, ক্রিমিনাল, খলনায়ক, ভাইয়ের আদর, সাক্ষাত, গরীবের বউ, অবুঝ সন্তান, শাদী মোবারক, দরিয়া পাড়ের দৌলতী ইত্যাদি। তিনশ’র মত ছবিতে অভিনয় করেছেন নায়ক মান্না।
অনেক ধৈর্য-পরিশ্রম-সংগ্রাম ও অধ্যাবশায়ের বিনিময়ে একসময় তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই সিনেমার টপ হিরো’দের একজন। নায়ক হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের অনন্য উচ্চতায়, জনপ্রিয়তার শীর্ষে। একের পর এক দিয়েছেন ব্যবসাসফল ছবি, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরা নায়ক হিসেবে। দর্শকদের হলমুখী করতে নায়ক মান্নার ছিলো অনেক অবদান। নায়ক হিসেবে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনই তাঁর প্রযোজিত ছিবগুলোও পেয়েছে জনপ্রিয়তা। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি চলচিত্র’ নির্মিত হয়- লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই, পিতা মাতার আমানত প্রভৃতি। নায়ক মান্না একজন দক্ষ সংগঠকও ছিলেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকেরর দায়িত্ব পালন করেছেন। তিনি অভিনয়ে স্বীকৃতি স্বরূপ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘বীর সৈনিক’ ছবিতে (২০০৩)। বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা ‘আম্মাজান'(১৯৯৯) ছবিতে। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে দুইবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ বিজয়ী।