সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর কাচিবিলের পাড় গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন, ইসলাম নুর, ইমন মিয়া, জামাল আহমদ, সুমি বেগম, কালাই মিয়া, আলী হোসেন, তাজনুর মিয়া, সুজন মিয়া, বিলাল মিয়া ও সুজনা বেগম।
স্থানীয়রা জানান, ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গরুর ধান খাওয়া নিয়ে কাচিবিলের পাড় গ্রামের আশক আলী ও ইসলাম নুরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।