ছাতকে সড়ক দূর্ঘটনায় এক পরিবারের নিহত ১, আহত ৬

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

ছাতকে সড়ক দূর্ঘটনায় এক পরিবারের নিহত ১, আহত ৬

 

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় জুলেখা খাতুন(৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু ও একই পরিবারের শিশুসহ ৬জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

জুলেখা খাতুন ঢাকাগুলশান-বারিধারা ৪২৩ কোকাকোলা এলাকার আব্দুল আলিমের স্ত্রী। জানা যায়, সুনামগঞ্জে টাংগুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকা দেখতে গত দু’দিন আগে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ ২৫-১৮২২) যোগে স্ব পরিবারে সুনামগঞ্জে আসেন আব্দুল আলিম। শুক্রবার কার যোগেই ঢাকা ফেরার পথে চেচান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কারটি পাশ্ববর্তী খাতের পানিতে পড়ে যায়। তাক্ষনিক স্থানীয় লোকজন গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন।

 

দূর্ঘটনায় জুলেখা খাতুন ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। আহত হয় আব্দুল আলিম(৬৫), তার পুত্র কার চালক জাকারিয়া (৪০), ইয়াহিয়া(৮), পুত্রবধূ মরিয়ম আক্তার(৩০) ও কন্যা জুবাইরা(২)। আহতদের কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ছাতক ফায়ার সার্ভিসের একটি দল দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের লোকজনের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

 

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031